Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা
  • পরিবার সঞ্চয়পত্র

    পরিবার সঞ্চয়পত্র (প্রবর্তনঃ ২০০৯ খ্রিঃ)

    মূল্যমানঃ ১০,০০০ টাকা; ২০,০০০ টাকা; ৫০,০০০ টাকা; ১,০০,০০০ টাকা; ২,০০,০০০ টাকা; ৫,০০,০০০ টাকা এবং ১০,০০,০০০ টাকা।

    কোথায় পাওয়া যায়ঃ জাতীয় সঞ্চয় ব্যুরো, বাংলাদেশ ব্যাংক শাখাসমূহ, বাণিজ্যিকব্যাংকসমূহ এবং ডাকঘর থেকে ক্রয় ও নগদায়ন করা যায়।

    মেয়াদঃ ৫ (পাঁচ) বছর।

    মুনাফা হারঃ

    ক্রমিক নং

    সঞ্চয় স্কিমের নাম

    মেয়াদ (উত্তীর্ণ হইলে)

    বিদ্যমান মুনাফার হার

    ক্রমিক ১-৯ এ বর্ণিত সকল সঞ্চয় স্কিমে ক্রমপুঞ্জীভূত বিনিয়োগের পরিমাণ:

    ১৫,০০,০০০ টাকা পর্যন্ত

    ১৫,০০,০০১ টাকা হতে ৩০,০০,০০০

    ৩০,০০,০০১ টাকা হতে তদূর্ধ্ব

    পুনঃনির্ধারিত মুনাফার হার (%)

    04

    পরিবার সঞ্চয়পত্র

    ১ম বছরান্তে

    ৯.৫০%

    ৯.৫০

    ৮.৬৬

    ৭.৮৩

    ২য় বছরান্তে

    ১০.০০%

    ১০.০০

    ৯.১১

    ৮.২৫

    ৩য় বছরান্তে

    ১০.৫০%

    ১০.৫০

    ৯.৫৭

    ৮.৬৬

    ৪র্থ বছরান্তে

    ১১.০০%

    ১১.০০

    ১০.০৩

    ৯.০৭

    ৫ম বছরান্তে

    ১১.৫২%

    ১১.৫২

    ১০.৫০

    ৯.৫০


    মেয়াদপূর্তির পূর্বে নগদায়ন করলে উপরোক্ত ছকে উল্লেখিত হারে মুনাফা প্রাপ্য হবে এবং অতিরিক্ত অর্থ পরিশোধিত হয়ে থাকলে তা মূল টাকা হতে কর্তন করে সমন্বয়পূর্বক অবশিষ্ট মূল টাকা পরিশোধ করা হবে।


    উৎসে করঃ ৫-বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, ৩-মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ও পরিবার সঞ্চয়পত্রে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা পর্যন্ত সর্বমোট বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার উপর ৫% হারে এবং এর অধিক বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার উপর ১০% হারে উৎসে কর কর্তন করা হয়।


    যারা ক্রয় করতে পারবেনঃ

    (ক) ১৮ (আঠার) ও তদুর্ধ্ব বয়সের যে কোন বাংলাদেশী মহিলা,

    (খ) যে কোন বাংলাদেশী শারীরিক প্রতিবন্ধী (পুরুষ ও মহিলা)এবং

    (গ) ৬৫ (পঁয়ষট্টি) ও তদুর্ধ্ব যে কোন বাংলাদেশী (পুরুষ ও মহিলা)নাগরিক।

    ক্রয়ের ঊর্ধ্বসীমাঃ একক নামে সর্বোচ্চ ৪৫ (পঁয়তাল্লিশ) লক্ষ টাকা।

    অন্যান্য সুবিধাঃ

    (ক) মাসিকভিত্তিতে মুনাফা প্রদেয়।

    (খ) নমিনী নিয়োগ করা যায় / পরিবর্তন ও বাতিল করা যায়।

    (গ) সঞ্চয়পত্রের ক্রেতার মৃত্যুর পর নমিনী সাথে সাথেই সঞ্চয়পত্র নগদায়ন করেটাকা উত্তোলন করতে পারেন অথবা পূর্ণ মেয়াদ পর্যন্ত যথারীতি মাসে মাসে মুনাফা উত্তোলন করতে পারেন।

    বিঃদ্রঃ 5 (পাঁচ) বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, ৩-মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ও পরিবার সঞ্চয়পত্রে সমন্বিতভাবে একক নামে সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা অথবা যুগ্ম নামে সর্বোচ্চ ১ কোটি টাকা বিনিয়োগ করা যাবে।



    ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র

    তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র (প্রবর্তনঃ ২০০৪ খ্রিঃ)


    মূল্যমানঃ  ১,০০,০০০ টাকা; ২,০০,০০০ টাকা; ৫,০০,০০০ ও ১০,০০,০০০ টাকা।


    কোথায় পাওয়া যায়ঃজাতীয় সঞ্চয় ব্যুরো, বাংলাদেশ ব্যাংক শাখাসমূহ বাণিজ্যিক ব্যাংকসমূহ এবং ডাকঘর থেকে ক্রয় ও নগদায়ন করা যায়।


    মেয়াদঃ ৩ (তিন) বছর।


    মুনাফার হারঃ

    ক্রমিক নং

    সঞ্চয় স্কিমের নাম

    মেয়াদ (উত্তীর্ণ হইলে)

    বিদ্যমান মুনাফার হার

    ক্রমিক ১-৯ এ বর্ণিত সকল সঞ্চয় স্কিমে ক্রমপুঞ্জীভূত বিনিয়োগের পরিমাণ:

    ১৫,০০,০০০ টাকা পর্যন্ত

    ১৫,০০,০০১ টাকা হতে ৩০,০০,০০০

    ৩০,০০,০০১ টাকা হতে তদূর্ধ্ব

    পুনঃনির্ধারিত মুনাফার হার (%)

    02

    তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র

    ১ম বছরান্তে

    ১০.০০%

    ১০.০০

    ৯.০৬

    ৮.১৫

    ২য় বছরান্তে

    ১০.৫০%

    ১০.৫০

    ৯.৫১

    ৮.৫৬

    ৩য় বছরান্তে

    ১১.০৪%

    ১১.০৪

    ১০.০০

    ৯.০০



    মেয়াদপূর্তির পূর্বে নগদায়ন করলে উপরোক্ত ছকে উল্লেখিত হারে মুনাফা প্রাপ্য হবে এবং অতিরিক্ত অর্থ পরিশোধিত হয়ে থাকলে তা মূল টাকা হতে কর্তন করে সমন্বয়পূর্বক অবশিষ্ট মূল টাকা পরিশোধ করা হবে।


    মুনাফাঃউৎসে করঃ ৫-বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, ৩-মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ও পরিবার সঞ্চয়পত্রে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা পর্যন্ত সর্বমোট বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার উপর ৫% হারে এবং এর অধিক বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার উপর ১০% হারে উৎসে কর কর্তন করা হয়।


    যারা ক্রয় করতে পারবেনঃ সকল শ্রেণি ও পেশার বাংলাদেশী নাগরিক এবং অটিস্টিকদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান/ অন্য যে কোন অটিস্টিক সহযোগি প্রতিষ্ঠান (যাদের সঞ্চয়পত্রের মুনাফা অটিস্টিকদের সহায়তায় অবশ্যই ব্যবহার করতে হবে) যা সংশ্লিষ্ট জেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক প্রত্যয়নকৃত।


    ক্রয়ের ঊর্ধ্বসীমাঃ একক নামে সর্বোচ্চ ৩০ (ত্রিশ) লক্ষ অথবা যুগ্ম-নামে সর্বোচ্চ ৬০ (ষাট) লক্ষ টাকা।


    অন্যান্য সুবিধাঃ

    (ক) ত্রৈমাসিকভিত্তিতে মুনাফা প্রদেয়।

    (খ) নমিনী নিয়োগ করা যায়।

    (গ) সঞ্চয়পত্রের ক্রেতার মৃত্যুর পর নমিনী সাথে সাথেই সঞ্চয়পত্র নগদায়ন করে টাকা উত্তোলন করতে পারেন অথবা পূর্ণ মেয়াদ পর্যন্ত যথারীতি প্রতি তিন (৩)মাস অন্তর মুনাফা উত্তোলন করতে পারেন।





    পেনশনার সঞ্চয়পত্র

    পেনশনার সঞ্চয়পত্র (প্রবর্তনঃ ২০০৪ খ্রিঃ)

     মূল্যমানঃ৫০,০০০ টাকা; ১,০০,০০০ টাকা; ২,০০,০০০ টাকা; ৫,০০,০০০ ও ১০,০০,০০০ টাকা।

    কোথায় পাওয়া যায়ঃ জাতীয় সঞ্চয় ব্যুরো, বাংলাদেশ ব্যাংক শাখাসমূহ, বাণিজ্যিক ব্যাংকসমূহ এবং ডাকঘর থেকে ক্রয় ও নগদায়ন করা যায়।

    মেয়াদঃ ৫ (পাঁচ) বছর।

    মুনাফা হারঃ

    ক্রমিক নং

    সঞ্চয় স্কিমের নাম

    মেয়াদ (উত্তীর্ণ হইলে)

    বিদ্যমান মুনাফার হার

    ক্রমিক ১-৯ এ বর্ণিত সকল সঞ্চয় স্কিমে ক্রমপুঞ্জীভূত বিনিয়োগের পরিমাণ:

    ১৫,০০,০০০ টাকা পর্যন্ত

    ১৫,০০,০০১ টাকা হতে ৩০,০০,০০০

    ৩০,০০,০০১ টাকা হতে তদূর্ধ্ব

    পুনঃনির্ধারিত মুনাফার হার (%)

    03

    পেনশনার সঞ্চয়পত্র

    ১ম বছরান্তে

    ৯.৭০%

    ৯.৭০

    ৮.৮৭

    ৮.০৪

    ২য় বছরান্তে

    ১০.১৫%

    ১০.১৫

    ৯.২৮

    ৮.৪২

    ৩য় বছরান্তে

    ১০.৬৫%

    ১০.৬৫

    ৯.৭৪

    ৮.৮৩

    ৪র্থ বছরান্তে

    ১১.২০%

    ১১.২০

    ১০.২৪

    ৯.২৯

    ৫ম বছরান্তে

    ১১.৭৬%

    ১১.৭৬

    ১০.৭৫

    ৯.৭৫


    মেয়াদপূর্তির পূর্বে নগদায়ন করলে উপরোক্ত ছকে উল্লেখিত হারে মুনাফা প্রাপ্য হবে এবং অতিরিক্ত অর্থ পরিশোধিত হয়ে থাকলে তা মূল টাকা হতে কর্তন করে সমন্বয়পূর্বক অবশিষ্ট মূল টাকা পরিশোধ করা হবে।


    উৎসে করঃ পেনশনার সঞ্চয়পত্রে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা পর্যন্ত সর্বমোট বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার উপর কোন উৎসেকর কর্তন করা হয়না। ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকার অধিক বিনিয়োগের ক্ষেত্রেমুনাফার উপর ১০% হারেউৎসে কর কর্তন করা হয়।

    যারা ক্রয় করতে পারবেনঃ অবসরপ্রাপ্ত সরকারী, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারী, সুপ্রীম কোর্টের অবসরপ্রাপ্ত মাননীয় বিচারপতিগণ, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং মৃত চাকুরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী/স্ত্রী/সন্তান।

    ক্রয়ের ঊর্ধ্বসীমাঃ একক নামে সর্বোচ্চ ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকা তবে আনুতোষিক ও সর্বশেষ ভবিষ্য তহবিল হতে প্রাপ্ত অর্থের বেশী নয়।

    অন্যান্য সুবিধাঃ

    (ক) ত্রৈমাসিকভিত্তিতে মুনাফা প্রদেয়

    (খ) নমিনী নিয়োগ করা যায়।

    (গ) সঞ্চয়পত্রের ক্রেতার মৃত্যুর পর নমিনী সাথে সাথেই অথবা মেয়াদ উত্তীর্ণের পর সঞ্চয়পত্র ভাঙ্গাতে পারেন।




    ৫-বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র

    পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র (প্রবর্তনঃ ১৯৭৭ খ্রিঃ)

    মূল্যমানঃ ১০ টাকা; ৫০ টাকা; ১০০ টাকা; ৫০০ টাকা; ১,০০০ টাকা; ৫,০০০ টাকা; ১০,০০০ টাকা; ২৫,০০০ টাকা; ৫০,০০০ টাকা; ১,০০,০০০ টাকা; ৫,০০,০০০ টাকা; ১০,০০,০০০ টাকা; ২৫,০০,০০০ টাকা।

    কোথায় পাওয়া যায়ঃ জাতীয় সঞ্চয় ব্যুরো, বাংলাদেশ ব্যাংক শাখাসমূহ, তফসিলি ব্যাংকসমূহ এবং ডাকঘর থেকে ক্রয় ও নগদায়ন করা যায়।

    মেয়াদঃ ৫ (পাঁচ) বছর।

    মুনাফার হারঃ

    ক্রমিক নং

    সঞ্চয় স্কিমের নাম

    মেয়াদ (উত্তীর্ণ হইলে)

    বিদ্যমান মুনাফার হার

    ক্রমিক ১-৯ এ বর্ণিত সকল সঞ্চয় স্কিমে ক্রমপুঞ্জীভূত বিনিয়োগের পরিমাণ:

    ১৫,০০,০০০ টাকা পর্যন্ত

    ১৫,০০,০০১ টাকা হতে ৩০,০০,০০০

    ৩০,০০,০০১ টাকা হতে তদূর্ধ্ব

    পুনঃনির্ধারিত মুনাফার হার (%)

    01

    ৫-বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র

    ১ম বছরান্তে

    ৯.৩৫%

    ৯.৩৫

    ৮.৫৪

    ৭.৭১

    ২য় বছরান্তে

    ৯.৮০%

    ৯.৮০

    ৮.৯৫

    ৮.০৮

    ৩য় বছরান্তে

    ১০.২৫%

    ১০.২৫

    ৯.৩৬

    ৮.৪৫

    ৪র্থ বছরান্তে

    ১০.৭৫%

    ১০.৭৫

    ৯.৮২

    ৮.৮৬

    ৫ম বছরান্তে

    ১১.২৮%

    ১১.২৮

    ১০.৩০

    ৯.৩০


    উৎসে করঃ ৫-বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, ৩-মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ও পরিবার সঞ্চয়পত্রে

    ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা পর্যন্ত সর্বমোট বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার উপর ৫% হারে এবং এর অধিক বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার উপর ১০% হারে উৎসে কর কর্তন করা হয়।

    যারা ক্রয় করতে পারবেনঃ

    (ক) সকল শ্রেণি ও পেশার বাংলাদেশী নাগরিক;

    (খ) আয়কর বিধিমালা, ১৯৮৪ (অংশ-২) এর বিধি ৪৯-এর উপ-বিধি (২) এ সংজ্ঞায়িত স্বীকৃত ভবিষ্য তহবিল এবং ভবিষ্য তহবিল আইন, ১৯২৫ (১৯২৫ এর ১৯ নং) অনুযায়ী পরিচালিত ভবিষ্য তহবিল;

    (গ) আয়কর অধ্যাদেশ-১৯৮৪ এর ৬ষ্ঠ তফসিল এর পার্ট এ এর অনুচ্ছেদ ৩৪ অনুযায়ী মৎস্য খামার, হাঁস-মুরগীর খামার, পেলিটেড পোল্ট্রি ফিডস উৎপাদন, বীজ উৎপাদন, স্থানীয় উৎপাদিত বীজ বিপণন, গবাদি পশুর খামার, দুগ্ধ এবং দুগ্ধজাত দ্রব্যের খামার, ব্যাঙ উৎপাদন খামার, উদ্যান খামার প্রকল্প, রেশম গুটিপোকা পালনের খামার, ছত্রাক উৎপাদন এবং ফল ও লতাপাতার চাষ হতে অর্জিত আয়-যা সংশ্লিষ্ট উপ-কর কমিশনার কর্তৃক প্রত্যয়নকৃত।

    ক্রয়েরঊর্ধ্বসীমাঃ

    (ক) ব্যক্তির ক্ষেত্রেঃ একক নামে ৩০ লক্ষ অথবা যুগ্ম-নামে ৬০ লক্ষ;

    (খ) প্রতিষ্ঠানের ক্ষেত্রেঃ ঊর্ধ্বসীমা নেই।


    অন্যান্য সুবিধাঃ

    (ক) নমিনী নিয়োগ করা যায়;

    (খ) সঞ্চয়পত্রের ক্রেতার মৃত্যুর পর নমিনী সাথে সাথেই অথবা মেয়াদ উত্তীর্ণের পর সঞ্চয়পত্র নগদায়ন করে নিতে পারেন।


  • বাংলাদেশ প্রাইজ বন্ড: (100 টাকা মূল্যমান)
  •  6 লক্ষ টাকার প্রথম পুরষ্কার একটি
  •  3 লক্ষ 25 হাজার টাকার দ্বিতীয় পুরষ্কার একটি
  •  1 লক্ষ টাকার তৃতীয় পুরষ্কার দু’টি
  •  50 হাজার টাকার চতুর্থ পুরষ্কার দু’টি
  •  10 হাজার পঞ্চম পুরষ্কার চল্লিশটি